বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

দুই বোনের সংগ্রামের গল্প ‘শিউলি মালা’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খলিল জিবরানের রচনায় এবং গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নির্মিত নাটক “শিউলি মালা” তে অভিনয় করেছেন তামাম শিল্পীরা, যার মধ্যে উল্লেখযোগ্য চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মী সহ আরও অনেক তারকা।

নাটকের কাহিনী revolves দুই বোন শিউলি ও মালার জীবনসংগ্রামের আশেপাশে। শিউলি ও মালা, দুই বোনের সম্পর্কের পটভূমি এমন এক মফস্বল শহর যেখানে সবাই জানে তমিজউদ্দিন নামে একজন গুণী শিল্পী বসবাস করেন। তবে, এক বছর ধরে প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী হয়ে আছেন তমিজউদ্দিন, আর তার সেবাশুশ্রূষা করতে আসেন তার মেয়ে শিউলি এবং ছোট বোন জমিলা।

শিউলি, মাস্টার্সের পড়াশোনা অসমাপ্ত রেখে সংসার চালাতে টিউশনি করতে শুরু করেন, কিন্তু মালা, যিনি অত্যন্ত মেধাবী, মেধাবৃত্তি নিয়ে মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চলে যান।

এদিকে, শিউলি টিউশনি করানোর সময় রহমত তালুকদারের নাতনি নিশির সঙ্গে যোগাযোগ রাখেন, যেখানে রহমত তালুকদার, এলকার এক প্রভাবশালী ঠিকাদার, তার ছেলে সিয়ামের সঙ্গে শিউলির সম্পর্কের কথা ভাবেন। সিয়াম, যিনি বিসিএস প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করছেন, একসময় শিউলির প্রতি আকৃষ্ট হন। তবে রহমত তালুকদার এবং তার স্ত্রী শামীমা, সিয়ামের শিউলির প্রতি দুর্বলতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

এছাড়া, জমিলার সহকর্মী কামরুল, যিনি একজন বিপত্নীক, শিউলির প্রতি আকর্ষণ অনুভব করেন এবং বিয়ে করতে চান, কিন্তু শিউলি তাকে নাকচ করে দেয়। অন্যদিকে, মালা যখন কলেজে ভর্তি হয় এবং হোষ্টেলে উঠতে শুরু করে, তখন শহরের বিখ্যাত ব্যবসায়ী আমজাদ খানের মেয়ে রাহার সঙ্গে তার ঝামেলায় জড়িয়ে পড়া অগ্রসর হয়।

এইভাবে, দুই বোনের জীবনের নানা বাধাবিপত্তি, ভালোবাসা, এবং সমসাময়িক সমাজের চাপগুলোকে কেন্দ্র করে এগিয়ে চলে নাটক “শিউলি মালা”, যা আমাদের দেখায় জীবনের উত্থানপতন এবং পরিবারের সঙ্গে সম্পর্কের নানা জটিলতা।

এটি একদিকে যেমন একটি চমকপ্রদ, হৃদয়গ্রাহী নাটক, তেমনি আমাদের সমাজের প্রতিচ্ছবি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More