নবীন আর অভিজ্ঞ তারকাদের মিশেলে হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার অধরা ট্রফি ছোঁয়ার এবারই হয়তো শেষ সুযোগ। পাশাপাশি, জ্বলে উঠতে পারেন তরুণ তারকারা।
চারবার বিশ্বকাপে খেলেও শিরোপা ছুঁতে পারেননি লিওনেল মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে, আন্তর্জাতিক শিরোপার খরা ঘোচান আর্জেনটিনার এই তারকা। ৩৫ বছরের মেসি ব্যক্তিগত অসংখ্য রেকর্ডের অধিকারী। কাতারেই শেষবার বিশ্বকাপ খেলবেন তিনি। তাই, নিশ্চিতভাবেই সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার শেষ চেষ্টা করবেন এই গোল-জাদুকর। কারণ এবার তুলনামূলক শক্তিশালী দল নিয়ে খেলবে তার দেশ।
৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানে রোনালদোর রয়েছে দেশের হয়ে ইউরো আর নেশন্স লিগের শিরোপাসহ, ব্যক্তিগত অনেক প্রাপ্তি। তারও জেতা হয়নি বিশ্বকাপ। এবার সুযোগ না পেলে, অধরাই থেকে যাবে এই ট্রফি।
ক্যারিয়ারের সবচেয়ে সোনালি সময় পার করছেন ফ্রান্সের করিম বেনজেমা। গত মৌসুমজুড়ে স্বপ্নের মতো সাফল্য পাওয়া এই তারকা শিগগিরই পূর্ণ করবেন ৩৫ বছর। পাইপলাইনে ঠাসা তরুণদের কারণে, পরের বিশ্ব আসরে দেশের হয়ে তার প্রতিনিধিত্ব করা অনেকটাই শূন্যের কোঠায়। বিতর্কে জড়িয়ে গত বিশ্বকাপ খেলতে না পারা বেনজেমা, এবার নিশ্চিতভাবেই মরিয়া হয়ে মাঠে নামবেন।
কাতার বিশ্বকাপে বসবে তারুণ্যের মেলাও। ব্রাজিলের ভিনিশিয়াস আর রড্রিগো; স্পেনের পেদ্রি, গাভি ও আনসু ফাতি পা রাখবেন প্রথমবারের মতো। তারাও নজর কাড়বেন সবার।
তবে, এবারের আসরে নরওয়ে না থাকায়, নিঃসন্দেহে ফুটবলবিশ্ব বঞ্চিত হবে আর্লিং হাল্যান্ডের নৈপুণ্য থেকে।
৬৪ বছর পর, বিশ্বকাপ খেলবে ওয়েলস। দলটির হয়ে নেতৃত্ব দেবেন তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। তার সেরাটাও দেখার অপেক্ষায় থাকবে ফুটবলপ্রেমীরা।