মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

চাকরিতে পদোন্নতি পাবে মিথুন, ব্যবসায় ভালো করবে মেঘ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ ৪ জুন ২০২৪, মঙ্গলবার। রাশিফলে জেনে নিন দিনটি কেমন কাটবে।

মেষ

সরকারি কাজের জন্য দিনটি ভালো। দিনের প্রথম অংশ অনাবশ্যক দৌড়ঝাঁপে কেটে যাবে। দুপুরের পর সঠিক পরিণাম পাবেন। ঋণ নেয়া বা অন্যান্য আর্থিক কাজের জন্যও দিনটি উপযুক্ত। কর্মক্ষেত্রে নতুন সমস্যার সম্মুখীন হবেন। তবে শিগগিরই সমাধান খুঁজে পাবেন। ব্যবসায়ীরা বড় চুক্তির অফার পেতে পারেন আজ।

বৃষ

নিজের কাজ ছেড়ে অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। তবে অধিক সহানুভূতি পারিবারিক কলহের কারণ হয়ে দাঁড়াতে পারে। চাকরিজীবীরা তাড়াহুড়ায় ভুল কাজ করে ফেলবেন। অধিক পরিশ্রমের ফলে আর্থিক লাভ অর্জন করতে পারবেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে।

মিথুন

লাভের সম্ভাবনা থাকবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। দুপুরের পর স্বাস্থ্য দুর্বল হতে পারে। শরীর সুস্থ না থাকায় কাজে মনোনিবেশ করতে পারবেন না। পরিকল্পনা মাঝ পথে আটকে যেতে পারে।

কর্কট

পারিবারিক বা ব্যবসায়িক সমস্যা বাড়বে। পেশা পরিবর্তন করতে চাইলে এগিয়ে যেতে পারেন। ছোটখাটো গাফিলতির কারণে বড় সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা প্রত্যাশা মতো আর্থিক লাভ করতে পারবেন না।

সিংহ

উন্নতির সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক দিয়ে সুস্থ থাকায় কর্মক্ষেত্রে লাভ হবে। প্রতিযোগিতা বেশি হওয়া সত্ত্বেও আপনার লাভের সম্ভাবনা কোনো অংশেই কমবে না। সময়ের মধ্যে ও প্রয়োজনের চেয়ে বেশি অর্থ আসবে। তবে ভুল বা ঋণ নেয়ার কারণে বিবাদ বাধতে পারে।

কন্যা

দিনটি ঠিকঠাক কাটবে। পারিবারিক জটিলতার কারণে কর্মক্ষেত্রেও চিন্তিত থাকবেন। কাজের চাপ বাড়বে। মানসিক অস্থিরতার কারণে খোলাখুলি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। অর্থ আগমন খুবই নগণ্য। বাধ্য হয়ে ঋণ নেয়ার কথা চিন্তা করতে পারেন। তবে ঋণ না নেয়াই ভালো।

তুলা

আচরণ নিয়ন্ত্রণে রাখুন। গরম মেজাজের কারণে ছোটখাটো কথাকেও গম্ভীরভাবে বিশ্লেষণ করবেন। ফলে সম্পর্কে তিক্ততা দেখা দেবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কর্মকৌশল পছন্দ করবেন না। কথাবার্তায় ভুল ধরার ফলে কাজে বিলম্ব হতে পারে।

বৃশ্চিক

আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। অসুস্থতার কারণে গাফিলতি করবেন। ফলে উচিত লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। পরোপকারের স্বভাব থাকলেও মনের মধ্যে স্বার্থ কাজ করবে। স্বার্থপূর্ণ কাজ আপনি বারণ করতে পারবেন না, আবার অপ্রয়োজনীয় কাজে আপনার কোনো রুচি থাকবে না। কাজ ও ব্যবসায় লাভের সুযোগ পাবেন।

ধনু

দিনটি ব্যাকুলতায় ভরে থাকবে। কোনো বাধার কারণে সংকল্প পূরণ হবে না। তবে পরিশ্রম করতে পিছ পা হবেন না। গাফিলতি করলে ভবিষ্যতে লাভের সুযোগ হারিয়ে ফেলতে পারেন।

মকর

পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটিতে ওঠাপড়া থাকবে। তবে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য সহজে অর্থ সংস্থান করতে পারবেন। দিনের মধ্য ভাগে ব্যবসায়ীদের প্রকল্প সম্পন্ন হওয়ায় আর্থিক লাভ হবে।

কুম্ভ

দিনের শুরু থেকেই লোকসানের আশঙ্কায় কাজ করতে ভয় পাবেন। আজ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ায় লোকসান হতে পারে। আপনার আচরণ যাতে কাউকে কষ্ট দিতে না পারে, তা নিশ্চিত করুন।

মীন

বুদ্ধির জোরে অর্থের পাশাপাশি সম্মান লাভ করবেন। সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা সবাই পছন্দ করবে। অন্যরা আপনার কথাকে অধিক গুরুত্ব দেবে। পরিশ্রম অনুযায়ী লাভ কম হওয়ায় হতাশ হবেন। তবে কোনো না কোনোভাবে কাজ চালানোর মতো অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারে কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে প্ল্যান তৈরি করুন।

এজে / আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More