কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর পরপরই উৎসবে মেতে উঠেন, বিশ্বের কোটি ফুটবল প্রেমীদের মতো বাংলাদেশের সমর্থকরাও। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় এক উৎসবের নগরীতে।
৩৬ বছরের অপেক্ষার অবসানের এই উচ্ছ্বাস মানে না কোনো সীমা। বাঁধভাঙা এই আনন্দ শুধু মেসির জন্যই। যার হাতে উঠেছে ব্যালন ডি অর, কোপা আমেরিকা শিরোপা। শুধু বাকি ছিলো, বিশ্বকাপের সোনালী ট্রফিটা। এবার সব আক্ষেপের অবসান।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে, ফাইনালের মহাড়ণ শেষে যখন মেসির হাতে উঠে বিশ্বকাপের স্বপ্নের ট্রফি, তখন কান্নায় ভেঙে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠে থাকা আর্জেন্টাইন সমর্থকরাও। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের সমাপ্তির সাথে সাথে, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নিলেন এক মহাতারকা।
এবার চার বছরের অপেক্ষার পালা শুরু। ২০২৬ বিশ্বকাপে আবারো মাত হবেন এদেশের কোটি ফুটবল প্রেমীরা। তিন ভিন দেশি, আমেরিকা-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে আবারো মেতে উঠবেন কোটি বাঙালি, সেই প্রতাশায়-বিদায় কাতার।