ভারতের বিপক্ষে আজ প্রথম দিনেই শেষ হয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস। প্রথম টেস্ট থেকে পার্থক্য এটুকুই- চট্টগ্রামের মতো দেড়শ রানে অল-আউট হতে হয়নি। আজ বাংলাদেশের ইনিংস থেমেছে ২২৭ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে ব্যাট করতে নেমে দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে আউট হন দু’জন।
নাজমুল হোসেন শান্ত ২৪ আর গত ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির হাসান ১৫ রানে ফিরেন। তিনে নামা মুমিনুল হক বহুদিন পর ফিফটি তুলে নিয়েছেন ৭৮ বলে। অধিনায়ক সাকিব আল হাসান ১৬ রান করে উমেশ যাদবের শিকার হন। লিটন দাস আজও ইনিংস বড় করতে ব্যর্থ। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ক্যাচ দেওয়ার আগে করেন ২৫ রান।
আরেক ইনফর্ম ব্যাটার মেহেদি মিরাজকে ১৫ রানে ফেরত পাঠান উমেশ যাদব। নুরুল হাসান সোহান যথারীতি ব্যর্থ (৬)। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুমিনুল হক। ব্যক্তিগত ৮৪ রানে নবম ব্যাটার হিসেবে তাকে ফেরা অশ্বিন। তার ১৫৭ বলের ইনিংসে ছিল ১২টি চার এবং ১টি ছক্কা। ৭৩.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ৪টি করে উইকেট নেন উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।