জেলায় বেশ ভালোভাবেই জেঁকে বসেছে শীত, কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে শহর ও গ্রামসহ সব জনপদ। বিশেষ করে, বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা।
তাই এই সময় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স নামের সেচ্ছাসেবী সংগঠন। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সাধ্যের মধ্যে দুই টাকায় তারা শীতের জামা কাপড়ের ব্যবস্থা করেন,নাম দেয়া হয়েছে “দুই টাকায় শীতের উষ্ণতা ” নামের কর্মসূচি ।
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন এর ২ শতাধিক মানুষের মধ্যে বেলা ১১টায় দুই টাকার বিনিময় শীতবস্ত্র দেয়া হয়।
এসময় স্থাণীয় ইউপি সদস্য জাহিদুল হক কচি, মহিলা কাউন্সিলর রওশন আরা মিলি সহ সংগঠনের সদস্যরা।
“দুই টাকায় শীতের উষ্ণতা” এ কর্মসূচির ব্যপারে জানতে চাইলে সংগঠনের সভাপতি সাইদুর রহমান বলেন,” বর্তমান বাজারের যে পরিস্থিতি দৈনন্দিনের চাহিদা মেটাতে যেখানে দরিদ্র মানুষদের হিমশিম অবস্থা সেখানে শীতের জামা কাপড় কেনার সেই সামর্থ না থাকলেও যাতে এই স্থান থেকে তারা ২ টাকার বিনিমিয় শীতের জামা কিনতে পারে তার জন্যে আমাদেরএই উদ্যেগ নেয়া ।
গেল কয়েক বছর ধরে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন কার্যক্রমে প্রসংসা কুড়িয়েছে।
.
আরও পড়ুন: ১০ টাকায় উষ্ণতার হাসি
আল/ দীপ্ত সংবাদ