কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের স্মরণ, আহতদের সুস্থতা কামনায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
শুক্রবার (২৬ জুলাই) জুম্মার নামাজের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাহেব বাজার বড় মসজিদে নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ জুলাই রোববার রাজশাহীর বিভিন্ন মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।
এদিকে মহানগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ
পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ রাজশাহীতে দুপুর ১২ থেকে ৩টা পর্যন্ত কারফিউ শিথিল ছিলো। দুপুর ৩টার পর থেকে কারফিউ বলবদ রয়েছে।
আদনান/ আল / দীপ্ত সংবাদ