যশোর আদালত প্রাঙ্গনে তৈরী হচ্ছে ন্যায়কুঞ্জ। যেখানে বিশ্রাম নিতে পারবেন দূর–দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা। এতে আদালত চত্বরে শৃঙ্খলা ফেরার পাশাপাশি নানা সুযোগ–সুবিধা পাবেন সাধারণ বিচারপ্রার্থীরা।
যশোর জজকোর্ট। এখানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বিচারপ্রর্থী আসেন মামলা সংক্রান্ত কাজে। তাদের মধ্যে থাকেন নারী, শিশুসহ বয়স্ক লোক। কিন্তু বসার স্থান না পেয়ে অনেকে দাঁড়িয়ে থাকেন, অথবা বিভিন্ন স্থানে অবস্থান করেন।
বিচারপ্রার্থীদের এই ভোগান্তি শুধু যশোর নয়, সারাদেশের। এমন বাস্তবতায় যশোরে প্রথম তৈরি হচ্ছে ন্যায়কুঞ্জ। যেখানে থাকছে অর্ধ শতাধিক ব্যক্তির বসার ব্যবস্থা। এছাড়াও ১ হজার স্কয়ার ফিটের ন্যায়কুঞ্জে থাকছে নারী ও পুরুষের পৃথক টয়লেট সুবিধা, শিশুদের ব্রেস্টফিডিং কর্ণার ও সুপেয় পানির ব্যবস্থা।
বিচার বিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা।
ন্যায়কুঞ্জ চালু হলে বিচারপ্রার্থীরা যেমন উপকৃত হবেন, পাশাপাশি আদালত চত্বরের শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যশোরে গেল ৫ আগস্ট ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া প্রকল্পটির কাজ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে।
আল/ দীপ্ত সংবাদ