শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

‘বাংলাদেশের উপর জ্বীনের আছর ছিলো, ভারত পালাইছে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘদিন বাংলাদেশের উপর জ্বীনের আছর বহাল ছিলো। প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন সেক্টরে জ্বীনের আছর পড়েছিলো। জ্বীনে ধরার কারণে তাদের শক্তি অনেক গুন বেড়ে গিয়েছিলো। ছাত্র আন্দোলনের চাপে ঝাড়ফুঁকে জ্বীন ঝাড়ু মুখে নিয়ে ভারত পালাইছে।

শনিবার (১৭ আগস্ট) ফেনীতে ডেইলি মুহুরী ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, জিন ছেড়ে যাওয়ার ফলে এখন দেশের সবকিছু ধপাস করে পড়ে গেছে। এ মুহূর্তে জ্বীনে ধরা দেশের সকল সেক্টরকে ঝাড় ফুতাবিজ কবজ লাগিয়ে সেবার মাধ্যমে স্বাভাবিক করে তুলতে হবে। তাহলেই আগামীতে এসব জ্বীন ভূত দেশের উপর চেপে বসতে পারবে না।

ফেনী প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুজন ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

সাপ্তাহিক মুহুরী সম্পাদক ও ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, দৈনিক কালের কন্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সাপ্তাহিক ফেনীর গৌরব সম্পাদক কামাল উদ্দিন ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.এ জাফর, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশীদ, সাপ্তাহিক ফেনী সমাচারের সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ।

সাংস্কৃতিক কর্মী ইশতিয়াক আহমেদ প্রিন্সর সঞ্চালনায় অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ফজলুর রহমান বকুল বলেন, দীর্ঘ ৪৫ বছর যাবৎ সাপ্তাহিক মুহুরী ফেনীর নানা সমস্যা, সম্ভাবনা ও সমৃদ্ধির প্রচারের মাধ্যমে ফেনীসহ আশপাশের এলাকায় ব্যাপক ভুমিকা রেখেছে। আগামীতে আরো ভালো কিছু পাঠক ও দর্শকদের সামনে তুলে ধরতে ডেইলি মুহুরী ডটকমের পথচলা শুরু হয়েছে। এ পথচলায় আমি ফেনীর সকল গণমাধ্যম কর্মীসহ ফেনীবাসীর সহযোগিতা চাই।

মামুন/ / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More