কার্তিকের পর অগ্রহায়ণ–এই দুই মাস মিলে বাংলায় চিরায়ত হেমন্ত। তাই প্রকৃতিতেও শুরু হয়েছে ঋতুর পালাবদল। রাতের ফোঁটা ফোঁটা শিশির জমে থাকে ধানের শীষে। গাছ থেকে দু–চারটি পাতাও ঝর পড়ে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এরই মধ্যে মিলছে এমন আমেজ।
আবারও ফিরে এলো কার্তিকের ভোর। সোনালী আভার মিষ্টি রোদেলা সকাল। শরৎ গেছে, প্রকৃতিতে তাই শুরু হয়েছে হেমন্ত।
শান্ত, স্নিগ্ধ, মনোহর হেমন্ত পূর্ণ প্রাণে বিকশিত হয় আবহমান বাংলার প্রকৃতিতে। ভোরে হালকা কুয়াশার চাদর ভেদ করে ঘাসের ডগায়, ধানের শীষে, পাতায় পাতায় সোনালি সূর্যের আলোয় চোখে পড়ে মুক্তোর মতো শিশিরকণা। সেইসঙ্গে সন্ধ্যা নামলেই কিছুটা শীতের আমেজ।
আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এবার শরতের শুভ্র রূপ প্রকাশিত হয়নি বর্ষার তীব্র দাপটে। হেমন্ত চলে এলেও জলবায়ুর বিরূপ প্রভাব দেখছে বাংলার আকাশ। এমন বদলে প্রকৃতির আদি রূপ রস থেকে বঞ্চিত হচ্ছে, নিসর্গ প্রেমিক মানুষরাও।
আল/ দীপ্ত সংবাদ