বিশ্বকাপ জয়ের আনন্দ থামছেই না আর্জেন্টাইনদের। ভক্ত সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বাসে ওঠার চেষ্টা করায়, ছাদ খোলা বাস থেকে শেষ পর্যন্ত হেলিকপ্টারে উড়িয়ে নিতে হয়েছে মেসি- ডি মারিয়াদের।
বিমানরবন্দর থেকেই শুরু হয়েছিলো উষ্ণ অভ্যর্থনা। সেই ছাদখোলা বাস পৌঁছানোর কথা ছিলো কেন্দ্রীয় ওবেলিস্কো স্মৃতিস্তম্ভে। কিন্তু প্রচণ্ড ভিড়ে, একসময় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থানীয় গণমাধ্যম বলছে, প্রায় ৪০ লাখ সমর্থক উপস্থিত ছিলেন মেসিদের বিশ্বকাপ প্যারেডে।
গত কিছুদিন ধরে দেশটিতে চলা রাজনৈতিক টানাপোড়েন ভুলে জনজোয়ার দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন মেসিরা। তবে সেখানে একসময় ঘটে বিপত্তি। তাদের বহনকারী বাস ব্রিজ পার হওয়ার সময় তাতে লাফিয়ে ওঠার চেষ্টা করেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদের বাড়তি তৎপরতা দেখা যায়। মেসিদের ছাদখোলা বাস থেকে তুলে দেওয়া হয় হেলিকপ্টারে। বাতিল করা হয় প্যারেডের বাকি অংশ আর ওবেলিস্কো স্মৃতিস্তম্ভের পাদদেশে মূল সংবর্ধনা অনুষ্ঠান।
এতে দর্শকদের মাঝে কিছুটা হতাশা থাকলেও, এই গণজোয়ারে আর্জেন্টিনার চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান হবে বলে বিশ্বাস আর্জেন্টাইনদের। প্যারেড পূর্ণতা না পেলেও, উন্মাদনায় ভাটা পড়েনি। কেউ কেউ তো হেলিকপ্টারের পেছনেও ছুটেছেন।