সোমবার, নভেম্বর ১১, ২০২৪
সোমবার, নভেম্বর ১১, ২০২৪

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হচ্ছে রাজধানীর অলি-গলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কাতার বিশ্বকাপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই যেন রঙিন হচ্ছে রাজধানীর অলি-গলি। দেয়ালচিত্র বা গ্রাফিতিতে শোভা পাচ্ছে হরেকরকম পতাকা ও প্রিয় খেলোয়াড়ের ছবি। আর বেশির ভাগ ভক্তের হৃদয়জুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে-কানাচে। নানাভাবে পছন্দের দেশ ও খেলোয়াড়ের প্রতি সমর্থন তুলে ধরছেন ভক্তরা। রাজধানীর স্বামীবাগের কে এম দাস লেন। এখানে দেয়ালে-দেয়ালে ভক্তদের রং আর তুলির আঁচড়ে ফুটে উঠেছে মাঠ কাঁপানো তারকাদের ছবি।

বাংলাদেশ কখনো কোনো বিশ্বকাপে অংশ না নিলেও, কমতি থাকে না উন্মাদনার। এবারও গ্রাম-শহর সর্বত্র এই চিত্র। গ্রাফিতির পাশাপাশি, উড়ছে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ, বিভিন্ন দেশের পতাকা। ক্ষনগণনার মধ্যদিয়ে হাজার মাইল দূর থেকে কাতার বিশ্বকাপের যে উন্মাদনা শুরু হয়েছে তার আছড়ে পড়েছে বাংলাদেশেও। এবার সময়টা এক, উৎসবের বাংলাদেশ।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More