বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের গোলাগুলির শব্দে আতঙ্কে আছেন স্থানীয়রা। নিরাপত্তাজনিত কারণে ২০ থেকে ৩০ পরিবারের নারী-শিশুকে সরিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে রাখা হয়েছে।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে থেমে থেমে আসছে গুলি ও মর্টারশেলের শব্দ। আতঙ্কে দিন কাটছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মানুষের।স্থানীয়দের দাবি, গত শনিবার দুপুরেও মিয়ানমার থেকে গুলি এসে পড়ে দেশের ভেতরে।
তবে, সতর্ক আছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এরইমধ্যে সীমান্তের খুব কাছে থাকা কয়েকটি পরিবারের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।সীমান্তের ওপারে সংঘাত চলছে প্রায় দুই মাস ধরে। গত ১৬ সেপ্টেম্বর, মিয়ানমার থেকে আসা গোলায় শূণ্যরেখায় আশ্রয় নেয়া এক রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হন কয়েকজন।