৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বসেরা হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকে আনন্দে ভাসিয়ে চ্যাম্পিয়ানরা ফিরেছে নিজ দেশে। মেসি, মার্টিনেজদের বরণ করতে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরসের পথে ঘাটে আকাশের চাঁদ হাতে পাওয়ার আনন্দ। রাজধানীর ওবেলিস্ক স্কয়ারে আলবিসেলেস্তেদের রাজসিক সংবর্ধনা দিতে জড়ো হয় লাখো মানুষ।
তবে এই উদযাপন শুরু হয়েছে স্থানীয় সময় সোমবার রাত থেকেই। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন হাজারো মানুষ। এরপর ছাদ খোলা বাসে চলে বিজয় উল্লাস।
গগণবিদারী শ্লোগানে মুখোরিত তখন গোটা বিমানবন্দর এলাকা। মেসিরা পৌঁছানোর প্রায় দশ ঘন্টা আগে থেকেই বিমানবন্দর এলাকায় ছিলো না তিল ধারণের ঠাঁই।
বিশ্বকাপ শেষ করে দোহায় এক দফা ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করেছিলেন মেসিরা। তবে নিজের দেশে ট্রফিটা প্রদর্শণের আনন্দই আলাদা। কেবল বুয়েনস এইরেস নয়, গোটা আর্জেন্টিনাই যেনো নেমেছিল পথে। কয়েক ঘন্টা শহর প্রদক্ষিণ করে বিশ্বকাপজয়ী দল।