দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ তিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়।
বুধবার (৯ নভেম্বর) সকালে আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়।
কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। গান না শিখলেও তার ভরাট কণ্ঠের বিরাট কদর ছিল। এ কারণে বিভিন্ন স্টেজ শোয়ে তার ডাক পড়তো। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি তার গান শুনে মুগ্ধ হয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদি কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। এরপরের গল্প সবারই জানা।