আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় পিরোজপুর, মৌলভীবাজার ও কুমিল্লা জেলা।
৭১ এর ২৫ মার্চ রাতেই সশস্ত্রযুুদ্ধের জন্য ঘর থেকে বেরিয়ে আসেন পিরোজপুরের সর্বস্তরের মানুষ। সে সময় পাক হানাদাররা হুলারহাট নৌ বন্দর দিয়ে পিরোজপুর দখল করার সময়, কৃষ্ণনগর ও মাছিমপুর গ্রামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম।
একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় মৌলভীবাজার। জেলার সীমান্ত এলাকায় সম্মুখ যুদ্ধে পরাস্ত হয় পাক হানাদাররা। পাকিস্তানের পতাকা নামিয়ে উড়ানো হয় মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা। ৭১ এর ৭ ডিসেম্বর রাতে, কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটিতে আক্রমণ শুরু করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী।
রাতভর যুদ্ধে শহীদ হন ২৬ জন মুক্তিযোদ্ধা। একপর্যায়ে পাকসেনাদের বিমানবন্দরের প্রধান ঘাঁটি দখল করে মুক্তিসেনারা। মুক্ত হয় কুমিল্লা।