বিজ্ঞাপন
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় অবদানের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে জমকালো অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফের এক্সিকিউটিভ কমিটির সদস্য ও জুরি বোর্ডের প্রতিনিধিরা।

ডিএমএফ সভাপতি বলেন, “নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া এবং দেশের ডিজিটাল সাংবাদিকতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

তিনি জানান, আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট লিংক আহ্বান করা হবে। আবেদন করা যাবে ডিএমএফের ওয়েবসাইটে: www.dmfbd.com

২০২৩ সালের ১৭ জুন যাত্রা শুরু করা ডিএমএফ বর্তমানে দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং ইতোমধ্যেই তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

এবারের অ্যাওয়ার্ডে থাকছে ১৯টি বিভাগ:

সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেরা বিজনেস রিপোর্টিং, সেরা ফিচার/স্টোরিটেলিং, করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস, ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন, ইতিবাচক অবদানের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, উদীয়মান সাংবাদিক, ডিজিটাল ইনোভেশন, লাইফটাইম অ্যাচিভমেন্ট, জুরি স্পেশাল অ্যাওয়ার্ড, অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, মফস্বল সাংবাদিকতা, আলোচিত সংবাদ, সমাজে প্রভাব, প্রবাস সাংবাদিকতা, মাল্টিমিডিয়া কনটেন্ট, ক্রীড়া সাংবাদিকতা ও বিনোদন সাংবাদিকতা।

অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন যাচাইবাছাই করবেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা। তাদের মধ্যে আছেন:

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা বিজনেসের সম্পাদক উদয় হাকিম, কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, মাইটিভির সম্পাদক বদরুল আলম নাবিল, বাংলা ৫২ নিউজের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন, প্রথম আলো ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্টের লিড রুহুল আমিন রনি, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ডিএমএফের সাধারণ সম্পাদক ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রায়হান রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্যা বিজনেস ডেইলি এর হেড অব অপারেশনস ডাঃ তৃণা ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More