পারফরম্যান্সের কারণে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম বিতর্কিত নাম নাজমুল হোসেন শান্ত। প্রতিভা আছে, হাতে শট আছে, যে কারণে সব কোচের কাছেই তিনি পছন্দের।
চন্দিকা হাথুরাসিংহে থেকে শুরু করে বর্তমানের শ্রীধরন শ্রীরাম―সবার কাছেই তিনি পছন্দের ক্রিকেটার। কিন্তু মাঠের খেলায় নিজেকে প্রমাণ করতে পারেন না। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, নাজমুল হোসেন শান্ত ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে। শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের দলে সুযোগ পাওয়ার পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন তিনটি ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেন।
ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানের একটি ইনিংস রয়েছে তার। তবে ইনিংসে হাত খুলে ব্যাট চালাতে পারেননি। ২৯ বলে করেছেন মাত্র ৩৩ রান। সিরিজের পরের দুই ম্যাচে ১১ ও ১২ রানে আউট হন।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে মাত্র ১০৩.০৩ স্ট্রাইক রেট ও ১৮.৫৪ গড়ে শান্ত করেছেন ২০৪ রান। সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। সর্বশেষ চার ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেননি।
তবু ম্যাচের পর ম্যাচ তার ওপর আস্থা রেখে যাচ্ছে বিসিবি।আবার এই শান্তকে দিয়েই বিশ্বকাপে ইনিংস উদ্বোধন করানোর পরিকল্পনা দলের। টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরামও শান্তর ওপর আস্থা হারাচ্ছেন না।
আল/দীপ্ত