বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসছে: বিডা চেয়ারম্যান

চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়া চরে প্রস্তাবিত কনটেইনার টার্মিনালে নেদারল্যান্ডসভিত্তিক এপিএম টার্মিনালস প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এপিএম টার্মিনালস বিশ্বের অন্যতম বড় পোর্ট অপারেটর। নেদারল্যান্ডসে তাদের হেডকোয়ার্টারে আমার সাম্প্রতিক সফরে তারা বাংলাদেশে একটি গ্রিন, স্টেটঅবদ্যআর্ট টার্মিনাল গড়ার আগ্রহ দেখিয়েছে। তারা এ প্রকল্পে ৮০০ মিলিয়ন ডলারের সম্পূর্ণ এফডিআই আনতে চায়, যেখানে সরকারের কোনো বিনিয়োগ থাকবে না।

বিডা চেয়ারম্যান জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের এফডিআই প্রবাহে বড় ধরনের উল্লম্ফন ঘটবে। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিবছরের প্রকৃত এফডিআই মাত্র ৪০০৭০০ মিলিয়নের মধ্যে থাকে। এ একটি প্রকল্পেই ৮০০ মিলিয়ন আসা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘দেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের জন্য পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এখন সময়ের দাবি। আমাদের অর্ধেক জনগোষ্ঠীর বয়স ২৫ বছরের নিচে—তাদের জন্য কর্মসংস্থানের পথ তৈরি করতে এই ধরনের বিনিয়োগ অপরিহার্য।

এপিএম টার্মিনালসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এই কোম্পানির রয়েছে আন্তর্জাতিক খ্যাতি এবং অপারেশনাল দক্ষতা। তাদের জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে বন্দরের উৎপাদনশীলতা বাড়বে।

নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ ও নৌঘাঁটির নিরাপত্তা প্রশ্নে আশিক চৌধুরী বলেন, ‘আমরা গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত হতে চাই। পোর্ট ক্যাপাসিটি না বাড়ালে তা সম্ভব নয়। আমাদের জমি ও সক্ষমতা সীমিত, তাই আন্তর্জাতিক মানের অপারেটর এনে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করাই লক্ষ্য।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড ভারতের পাঁচটি ও পাকিস্তানের একটি পোর্ট চালায়। বিশ্বের ৬০৭০টি দেশে তাদের কার্যক্রম আছে। সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে না, অথচ আমাদের দেশে সেটা হয়—যা দুঃখজনক।

নৌঘাঁটির নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ নেভির ওপর আমার পূর্ণ আস্থা আছে। তারা আমাদের সমুদ্র সীমা দক্ষতার সঙ্গে পাহারা দিচ্ছেন। জাতীয় স্বার্থ ও বাণিজ্যিক নিরাপত্তা তারা ভালোভাবেই রক্ষা করতে সক্ষম।

পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

রুনা/এমএম/ইএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More