তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে–বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। অবশেষে এল কিছুটা স্বস্তি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নেমেছে ঢাকায়।
রবিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে।
সন্ধ্যার পর থেকে রাজধানীর কিছু এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। এরপর সবাই অপেক্ষা করছিলেন কখন বৃষ্টি নামবে। রাত সোয়া আটটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।
এদিকে, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হয়েছে। বজ্রপাত ও কালবৈশাখীতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে।
আল