প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়নের ঘরে বদলে গেছে নওগাঁর ক্ষুদ্র নৃ–গোষ্ঠির মানুষের জীবনচিত্র। ৬ শতাধিক ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের পদ্মপুকুর এলাকায় বেশকিছু ক্ষুদ্র নৃ–গোষ্ঠির মানুষ রয়েছে। ঐ এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য ৬০টি, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ–গোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি এবং জমি আছে ঘর নেই এমন প্রকল্পের মাধ্যমে ১০টি বাড়ি নির্মাণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘর সুবিধাভোগীদের দেওয়া হয়।
পিছিয়েপড়া এই মানুষগুলোকে স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষুদ্র নৃ–গোষ্ঠির মানুষের জন্য করা হচ্ছে মন্দির ও শশ্মান।
জেলা প্রশাসক জানান, আধুনিক পল্লী নির্মাণের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূল ধারায় যুক্ত করাই সরকারের লক্ষ্য।
আল/দীপ্ত সংবাদ