ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানায়, আগুন লাগার পর আইসিইউতে থাকা রোগীদের দ্রুত এনআইসিইউসহ বিভিন্ন নিরাপদ ও লাইফ সাপোর্ট থাকা স্থানে সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত।
এসএ/দীপ্ত সংবাদ