৭ জানুয়ারির নির্বাচনে ঢাকার অন্তত পাঁচটি আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন ভোটাররা। আসনগুলো হলো– ঢাকা ১, ৪, ৭, ১৪ ও ঢাকা–১৮।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা ছাড়াও, মূল লড়াইয়ে রয়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী।
নবাবগঞ্জ ও দোহার উপজেলা নিয়ে ঢাকা–১ আসন। এই সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন। স্থানীয়রা বলছেন, মূল লড়াই হবে আ.লীগের সালমান এফ রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামের মধ্যে।
ঢাকা–১ এ ভোটার পাঁচ লাখ ১৩ হাজারের কিছু বেশি। এরমধ্যে পুরুষ ২ লাখ ৯৪ হাজার আর নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার। ভোটকেন্দ্র ১৮৪টি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ড নিয়ে ঢাকা–৪ সংসদীয় আসন। এখানে মোট প্রার্থী ৯ জন। এর মধ্যে আ.লীগের সানজিদা খানম ও জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন স্থানীয়রা।
এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৭। আর মোট ভোটার ২ লাখ ৫৪ হাজারের বেশি। এর মধ্যে পুরুষ এক লাখ ৩২ হাজার আর নারী ভোটার এক লাখ ২২ হাজার।
দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হতে ঢাকা–৭ আসনে প্রার্থী হয়েছেন ৭ জন। এই আসনে আ.লীগের সোলায়মান সেলিম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন ভোটাররা।
এই আসনে ভোটার তিন লাখ ৪৩ হাজারের বেশি। এর মধ্যে পুরুষ এক লাখ ৮০ হাজার আর নারী ভোটার এক লাখ ৬২ হাজার। ভোট কেন্দ্র রয়েছে ১২৫টি।
ঢাকা–১৪ আসনের নির্বাচনেও লড়াই হবে বলে মনে করেন স্থানীয়রা। আ.লীগের মাইনুল হোসেন খান নিখিল ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, তৃণমুল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১৩ জন। এই আসনে ভোটার চার লাখ ১৮ হাজারের বেশি। পুরুষ দুই লাখ ১৩ হাজার আর নারী ভোটার দুই লাখ ৪ হাজার। কেন্দ্রের সংখ্যা ১৬৬।
ঢাকা–১৮ আসনটিও এবার আলোচনায় রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির শেরিফা কাদেরসহ ১০ জন। এই আসনে আ.লীগের প্রার্থী না থাকলেও, স্বতন্ত্র প্রার্থীরা লড়াই জমিয়ে তুলেছেন বলে জানান স্থানীয়রা।
ঢাকার এই আসনে ভোটার পাঁচ লাখ ৮৮ হাজারের কিছু বেশি। পুরুষ তিন লাখ এক হাজার আর নারী ভোটার দুই লাখ ৮৬ হাজার। ভোটকেন্দ্র রয়েছে ২১৭টি।
এসএ/দীপ্ত নিউজ