বিহনতি জাল জব্দ করে আগুন ও কেটে নদীতে ফেলার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষুব্ধ জেলেরা জেলা মৎস্য কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের শাহাপুর বাজারে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে জালের ক্ষতিপূরণ দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা ও মৎস্য কর্মকর্তারা বলেন, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নেতৃত্বে ফেনী নদীর চর খোন্দকার মোহনায় দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে নৌকায় থাকা ৩০–৪০টি বিহনতি জাল জব্দ করা হয়। দুটি জাল আগুনে পুড়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি জাল কেটে নদীতে ফেলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, খবরটি চর খোন্দকার জলদাস পাড়ায় ছড়িয়ে পড়লে জেলেরা দলবদ্ধ হয়ে শাহাপুর বাজারে গিয়ে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এ সময় দুই মৎস্য কর্মকর্তা ও তাদের সঙ্গীদের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে ফেনী জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, জেলে কৃষ্ণ জলদাস, প্রাণ জলদাস, সুজন জলদাস, শ্রীধাম জলদাস ও নয়ন জলদাসসহ ৭ জন আহত হয়েছেন।
জেলে সর্দার জগদ্বীশ জলদাস বলেন, জেলেরা ঋণের কিস্তি নিয়ে দিশেহারা। জেলেদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জালের ক্ষতিপূরণ না পেলে বৃহত্তর আন্দোলনে যাবে জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, বিহনতি জাল জব্দ করায় বিক্ষুব্ধ জেলেরা আমাদের ওপর হামলা করেছে।
এসএ/দীপ্ত নিউজ