রাজধানীর কাকরাইলে এস.এ পরিবহন ভবনের চারতলায় লাগা আগুন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় এস এ পরিবহনের প্রধান ভবনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে কয়েক হাজার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।
ভবনে কোনো বিস্ফোরণ জাতীয় দ্রব্য ছিল না বলে দাবি করেছেন এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভবনটিতে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। মূলত পটকা–আগরবাতি জাতীয় পণ্য ছিল। এখানে গ্রাহকদের আনা আতশবাজি ও আগরবাতি থাকতে পারে। তবে সেগুলো বিস্ফোরকের আওতায় পড়ে না।
তিনি বলেন, এখানে যা ছিল তা ভোক্তার আমানত। তবে সহজে আগুন ধরার মতো ঘটনা ঘটতে পারে না। কেউ কোনো ষড়যন্ত্র করে এখানে আগুনের সূত্রপাতের ব্যবস্থা করে থাকতে পারে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে।
সালাউদ্দিন আহমেদ দাবি করেন, এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন– সেখানে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না।
এ দিকে অগ্নিকাণ্ডের পর রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাকসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িক ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ