গাজা যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল।
বুধবার (২৯ মে) ব্রাজিলের অফিসিয়াল গেজেটে এই পদক্ষেপের কথা জানানো হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের খবরের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠকের জন্য তলব করা হয়।
গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকেই বারবার সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একে ‘হলোকাস্ট’ অর্থাৎ ‘ইহুদী গণহত্যা’র সঙ্গে তুলনা করেছিলেন। এ কারণে ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট যাদুঘরে জনসমক্ষে তিরস্কারের জন্য তলব করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইসরায়েলের শীর্ষ কূটনীতিকের কাছে মেয়ারের হেনস্তার প্রতিক্রিয়ায় বুধবারের এই প্রত্যাহার।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি আরও বলেন, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি যথাসময়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। আপাতত তেল আবিবে ব্রাজিলের দূতাবাস চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া। এর আগে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
এসএ/দীপ্ত সংবাদ