ঠেকানো যাচ্ছে না জাতীয় পার্টির ভাঙন। ৯ মার্চ হতে যাওয়া রওশন এরশাদ পন্থীদের কাউন্সিল তারই আভাস। বিশ্লেকরা বলছেন, এই দফায় আরও দুর্বল হয়ে পড়বে জাতীয় সংসদের এই বিরোধী দল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে, চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে বিভেদ শুরু হয়। নির্বাচনে ভরাডুবির দায়ে জিএম কাদেরকে অব্যহতি দিয়ে, নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে, ৯ মার্চ কাউন্সিলের ঘোষণা দেন রওশন। এতে চরমে ওঠে দুই পক্ষের দ্বন্দ্ব।
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, দেশের রাজনীতিতে জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই।
এদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মোস্তফা বলেন, জিএম কাদের ও রওশন পন্থীদের দ্বন্দ্ব দলটিকে আরও সংকটের মধ্যে ফেলবে।
উল্লেখ্য, রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ৯ মার্চ রওশনপন্থীদের কাউন্সিলের মাধ্যমে সৃষ্টি হবে আরেকটি জাতীয় পার্টি।
প্রসঙ্গত, জাতীয় পার্টিতে ভাঙনের ঘটনা নতুন নয়। দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের জীবদ্দশাতেই এর শুরু।
এসএ/দীপ্ত সংবাদ