৬
টানা দ্বিতীয় দিনের মত বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে প্রকাশিত সূচকে দেখা যায় তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স–আইকিউএয়ার এর সূচকে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা ও মুম্বাই।
বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ভাল বলা হয়। সেখানে ঢাকার ইনডেক্স ১৭৩।
এসএ/দীপ্ত নিউজ