বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল সিলেট। এছাড়া এলিমিনিটর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল রংপুর।
যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজা এবং নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। বিপিএলের অলিখিত সেমিফাইনালে আজ দুই দলের সামনেই রয়েছে ফাইনালে ওঠার হাতছানি।
দুই দলই এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে। রংপুর-সিলেট দুই দলেরই দেশি ক্রিকেটাররা পারফর্ম করেছে টুর্নামেন্টজুড়ে। এর পাশাপাশি ফাইনালের লক্ষ্যে দুই দলই নামীদামি বিদেশি তারকা ক্রিকেটারকে এনেছে বিপিএলের মঞ্চে।
অলিখিত সেমিফাইনালের দিন চোখ থাকবে সিলেটের তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তদের দিকে। রংপুরকে ম্যাচ জেতাতে পারেন লোকাল ক্রিকেটার অধিনায়ক সোহান, শামীম পাটওয়ারি কিংবা রনি তালুকদাররা।
১২ ফেব্রুয়ারি প্লে-অফের প্রথম দিনে সিলেট এবং রংপুরের ভাগ্যে ভিন্ন দুই ফলাফল ছিল। এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সোহানের দল। অন্য ম্যাচে সিলেট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
এদিকে এই ম্যাচ রংপুর বা সিলেট যে দলই জিতুক সেই দল ১৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে। কুমিল্লা চতুর্থ বিপিএল শিরোপা জিততে মাঠে নামবে। অন্যদিকে ২০১৭ একমাত্র শিরোপা জয় করে নেয় রংপুর। এছাড়া, এবার সিলেট ফাইনালে উঠলে তারা প্রথমবারের মতো শিরোপার জন্য খেলবে।
আল/দীপ্ত