বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ। আর অভিষেক ম্যাচ খেলতে নামার আগেই সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়লেন তিনি।
মাত্র ১৮ বছর ২০৫ দিনে ওয়ানডে অভিষেক হয়েছে রেহান আহমেদের। অভিষেক ম্যাচ খেলতে নামার আগেই ভেঙেছেন বেন হোলিওকের রেকর্ড। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের সময় হোলিওকের বয়স ছিল ১৯ বছর ১৯৫ দিন।
গত ডিসেম্বরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন রেহান। টেস্ট অভিষেকের সময় তার বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন। এদিকে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেলে তিনিই হবেন সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি ক্রিকেটার।
এদিকে, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রেহানসহ দলে ফিরেছেন জোফরা আর্চার ও ক্রিস ওকস। তাদের জায়গা করে দিয়েছেন মার্ক উড, সাকিব মাহমুদ ও উইল জ্যাকস। জ্যাকসের বাংলাদেশ সফরই শেষ হয়ে গেছে চোটের কারণে।
এমি/দীপ্ত