বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান’কে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, সকালে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ–পরিদর্শক আবু সাঈদ আরিফ‘কে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। আর আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উল্লেখ্য, আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স–অ্যাটকোর সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, শনিবার (১৬ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসএ