যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ১ মিলিয়ন ডলার পুরস্কার বিতরণ কার্যক্রমে ইলন মাস্কের আর কোনো আইনি বাধা নেই। এই উদ্যোগটি দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে চালিয়ে যেতে পারবেন তিনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) পেনসিলভানিয়ার আদালত মাস্কের আমেরিকা পিএসি পরিচালিত ভোটারদের জন্য এক মিলিয়ন ডলার পুরস্কার প্রদানের অনুমতি দিয়েছে। খবর বিবিসির।
এই পুরস্কার শুধু ফার্স্ট ও সেকেন্ড অ্যামেন্ডমেন্টের সমর্থনে পিটিশনে স্বাক্ষরকারী দোদুল্যমান অঙ্গরাজ্যের নিবন্ধিত ভোটারদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করা একজনকে দেয়া হবে। মাস্কের এই পরিকল্পনা প্রতিদিন ট্রাম্পসহ রিপাবলিকান প্রার্থীদের প্রচারণায় এক মিলিয়ন স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাডা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলিনা।
বেশ কিছু বিশ্লেষক মাস্কের এই উদ্যোগকে ট্রাম্পের জন্য ভোট বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। মাস্ক ইতোমধ্যে তার আমেরিকা পিএসি‘তে ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন, যা ট্রাম্পসহ বিভিন্ন রিপাবলিকান প্রার্থীর প্রচার তহবিলে কাজে লাগছে। এ পর্যন্ত তিনি সুইং স্টেটের পিটিশন স্বাক্ষরকারী ভোটারদের মধ্যে ১৬ মিলিয়ন ডলার বিতরণ করেছেন।
পেনসিলভানিয়ার কমন প্লিজ কোর্টের বিচারক অ্যাঞ্জেলো ফোগলিয়েটা এই রায় দেন, যেখানে মাস্কের পক্ষের আইনজীবীরা নিশ্চিত করেন যে, পুরস্কার বিজয়ীরা তাদের পিএসি‘র এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে নির্বাচন করা হয়েছে। এদিকে, ডেমোক্র্যাটিক জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনার এই প্রক্রিয়াকে ‘জাতীয় নির্বাচনে প্রভাব ফেলার উদ্দেশ্যে পরিকল্পিত প্রতারণা’ আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানান। তবে আদালত মাস্কের পক্ষে রায় দেন।