রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত বক্তারা মুহাম্মদ আলী জিন্নাহর জীবনের নানা ঘটনাবলি বর্ণনা করেন।
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তানের একটি অংশ (পূর্ব পাকিস্তান) ভাগ হয়ে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। যদি জিন্নাহ তখন এই অঞ্চলকে (পূর্ব পাকিস্তান) পশ্চিম পাকিস্তানের সঙ্গে না নিতেন তবে আজ বাংলাদেশ সৃষ্টি হতো না।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেনে মানিক মিয়া হলে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে এসব কথা বলেন বক্তারা।
এঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রেসক্লাবের তোফাজ্জল হোসেনে মানিক মিয়া হলে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার ছবি। এতে ক্ষুব্ধ হয়ে নেটিজেনরা নানা রকম মন্তব্য করতে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছে, ‘ওরা জিন্নাহ হয়ে ফিরে এসেছ‘। আরেক জন লিখে, ‘নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জা লাগছে‘। এমন নানান প্রতিক্রিয়া দেখাচ্ছে নেটিজেনরা। করছে সমালোচনা।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে তিনি আসেননি।
আল/ দীপ্ত সংবাদ