চলমান বছরের প্রথম প্রান্তিক (মার্চ–জানুয়ারি) শেষে দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও যা ছিল একই। সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি।
সোমবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
বিবিএসের তথ্য অনুসারে, দেশে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে। গত জানুয়ারি–মার্চ প্রান্তিক শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার।
অন্যদিকে, গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে দেশে নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার। গত বছরের একই সময় যা ছিল ৮ লাখ ৮০ হাজার।
বিবিএস আরও বলছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী–পুরুষ আছেন। তাঁদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা বেকার।
এসএ/দীপ্ত সংবাদ