রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা গেছেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী।
শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে অভিশ্রুতির লাশটি শনাক্ত করেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রীর লাশটি শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই।‘
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিশ্রুতির ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করা হয়।
জানা গেছে, অভিশ্রুতি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি ইডেন
ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালের হয়ে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহে যুক্ত ছিলেন।
গতকাল রাতে অগ্নিকাণ্ডের আগে গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেঁস্তোরায় খেতে গিয়েছিলেন অভিশ্রুতি। এ সময় তাঁর সাথে ছিলেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও এডিটর তুষার হাওলাদার (২৪)। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তারও মৃত্যু হয়েছে।
তুষার বর্তমানে ‘স্টার টেক’ নামের একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করতেন। এর আগে দ্যা রিপোর্টডটলাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন।
তুষারের সহপাঠী জিন্নাত জসওয়া বলেন, “সে ড্যাফোডিল থেকে সাংবাদিকতা বিভাগে অনার্স পাস করেছে। তুষার হাওলাদার ঝালকাঠি জেলার দীনেশ হাওলাদারে ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএ/দীপ্ত সংবাদ