রাজধানীর মালিবাগে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আহনাফ তাহমিদের মৃত্যুতে জেএস হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এসে অভিযান চালিয়ে সেটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান এ অভিযানের নেতৃত্ব দেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এনেস্থিসিয়া দেয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। যে কারণে তাদের এনেস্থিসিয়া দেয়ার কোনো সুযোগ নেই।
আরও পড়ন: এবার সুন্নতে খৎনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু
এর আগে, শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় শিশুটির বাবা ফখরুল আলম বাদী হয়ে মামলা করেন। এতে আটজনকে আসামি করা হয়। মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, হাসপাতাল পরিচালক ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহবুব।
পরিবার জানায়, প্রথমে লোকাল অ্যানেস্থেশিয়া প্রয়োগ করার কথা থাকলেও দেয়া হয় জেনারেল অ্যানেস্থেশিয়া। অপারেশনের কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেও বমি করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় তাহমিদ।
প্রসঙ্গত, শিশু আহনাফ তাহমিদ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ১০ বছর বয়সী ছেলে আহনাফ তাহমিদকে সুন্নতে খতনা করাতে নিয়ে যান বাবা ফখরুল আলম।
এসএ/দীপ্ত সংবাদ