দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে সপ্তাহে একদিন ধানমন্ডি লেক বন্ধ থাকবে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।
মেয়র বলেন, ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: আরও বাসযোগ্য শহর হবে ঢাকা
ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘স্কুল ড্রেস পরিহিত কেউ দিনের বেলায় এই লেকে প্রবেশ করতে পারবে না। আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা নজর রাখবেন আপনার সন্তান স্কুল ফাঁকি দিয়ে লেকে যাতে না আসে।’
ধানমন্ডি লেকে ভিক্ষুক প্রবেশে নিষেধাজ্ঞা দেন মেয়র। সেই সঙ্গে চাঁদাবাজের স্থান এই এলাকায় হবে না, হকার ও টং দোকান রাখা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়।
এছাড়া ধানমন্ডি লেকের নিরাপত্তা ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধ, এবং লেকের অভ্যন্তরীণ হোটেল–রেস্টুরেন্ট (পানসি ও ডিঙি) রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধের নির্দেশনাও দিয়েছেন মেয়র।
এসএ/দীপ্ত নিউজ