ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে টাস্কফোর্স টিম।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বাউতলা এলাকার ঈদগাহ মাঠের কাছে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চিকিৎসায় ব্যবহৃত ‘প্রোটিয়া’ ব্র্যান্ডের ১৭৫ পিস রিং, যা হৃদযন্ত্রে ব্লক হলে বসানো হয়, ৩১৩টি ভারতীয় থ্রি–পিস, ৮৩৮ পিস চশমা, ৭৪ পিস চশমার কভার, ১ হাজার ৫০ পিস সিলাভিট মাল্টিভি নামে একজাতীয় মাদক, ৩৬ পিস ভিটামিন সিরাপ উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সমন্বয়ে টাস্কফোর্সের এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মালামালের কাস্টমসে জমা দিয়ে নিলামে বিক্রি করা হবে। মাদকসহ অন্যগুলো ধ্বংস করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’
তবে বিজিবি জানিয়েছে, এ মালামাল মাহবুবুর রহমান নামে একজন এনেছিলেন। অভিযানের সময় তিনি পালিয়ে যান। মাহবুব একজন চিহ্নিত চোরাকারবারি।
এসএ/দীপ্ত নিউজ