রাজধানীর নবাবপুর রোডে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়ে ঘিরে রাখা একটি বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক এসব দ্রব্য উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৩ এর একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব–৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন, কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগে তারা পালিয়ে যায়।
র্যাব জানায়, কারা কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য জড়ো করেছে তা নিশ্চিত নয় তারা। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ