বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটে–বলের লড়াইয়ে চরম ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
বিশ্বকাপের দামামার মাঝেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পটেটো চিপস ব্র্যান্ড লেইসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। নতুন ক্যাম্পেইনে তারা বাংলাদেশে তৈরি লেইস চিপসের প্রতি তাদের মুগ্ধতার কথা ভক্ত সমর্থকদের সামনে তুলে ধরেন।
বিশ্বের অন্যতম জনপ্রিয় পটেটো চিপস ব্র্যান্ড লেই’সের নতুন ক্যাম্পেইনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আরও যুক্ত হয়েছেন, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। এই ক্যাম্পেইনে তাঁদের বন্ধুত্ব ও বাংলাদেশে তৈরি লেই’স চিপসের প্রতি মুগ্ধতা তুলে ধরা হয়েছে।
ডিজিটাল বিজ্ঞাপনে দেখা যায়, সাকিব আল হাসান সতীর্থদের সামনে লেই’স চিপসের একটি আমদানি করা প্যাকেট নিয়ে হাজির হন। কিন্তু বাসে উঠে তিনি দেখেন, প্রত্যেকের হাতেই একটি করে লেই’স চিপসের প্যাকেট রয়েছে। তিনি জেনে আরও অবাক হন যে দুর্দান্ত কোয়ালিটির আলু দিয়ে বানানো ক্রিম্পি, টেস্টি ও পারফেক্টলি সিজনড লেই’স চিপস এখন বাংলাদেশেই তৈরি করা হচ্ছে। বিস্ময় ও আনন্দের সঙ্গে সৌম্যের কাছ থেকে চিপস চেয়ে নেন সাকিব। বিজ্ঞাপনে চমৎকারভাবে বাংলাদেশে প্রস্তুতকৃত লেই’সের অতুলনীয় স্বাদ ও মান তুলে ধরা হয়েছে।
মেড ইন বাংলাদেশ লেই’সের চিপসগুলো আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন, স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো, ক্ল্যাসিক সল্টেড এবং থাই স্টাইল স্পাইসি চিকেন—এই চার সুস্বাদু ফ্লেভারে ১০ টাকা, ১৫ টাকা, ২৫ টাকা, ৫০ টাকা ও ৭৫ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ