নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চারজনকে আটক করেছে র্যাব–৫।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি হার্ডডিক্স, চাারটি সিপিইউ সহ কম্পিউটার উপকরণ জব্দ করা হয়।
আটককৃতরা হলো– নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর হিন্দুপাড়ার মৃত মৃন্ময় গোবিন্দ সরকারের ছেলে শ্রী বাচ্চু সরকার (৪৫), শরকুতিয়া দক্ষিন পাড়ার মৃত এস.এম খলিলুর রহমানের ছেলে মোঃ রাসেল সরদার (২২), শরকুতিয়া মসজিদ পাড়ার মোঃ শফিউদ্দিন সরদারের ছেলে নুরশাদ সরদার (৩৫) এবং শরকুতিয়া পূর্বপাড়ার মোঃ আমজদা হোসেনের ছেলে মিঠু সরদার (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত কম্পিউটার সামগ্রীর মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
সাহেদুল আলম/শায়লা/দীপ্ত নিউজ