সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ভেঙে দেয়া হচ্ছে পাকিস্তানের জাতীয় সংসদ (ন্যাশনাল অ্যাসেম্বলি)। আগামী ৯ আগস্ট সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী ভবনে ক্ষমতাসীন মিত্রদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
শুক্রবার (৪ আগস্ট) দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশটির সংবিধান অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি সংসদ ভেঙে দেয়া হয়, তাহলে ৯০ দিনে মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর সংসদের মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আজ শুক্রবার মিত্রদের সঙ্গে চূড়ান্তা আলোচনা শুরু করবেন শাহবাজ শরিফ। এই প্রক্রিয়া সম্পন্ন করতে তিন দিন সময় লাগতে পারে।
২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে ক্রিকেটার থেকে রাজনীতিক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফের (পিটিআই)। পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন দলগুলো ক্ষমতায় আসে। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মোট ১১টি দলের সমন্বয়ে গঠন করা জোট সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএলএনের চেয়ারম্যান শাহবাজ শরিফ।
নৈশভোজে শাহবাজ শরিফ জোট সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মিত্রদের অবহিত করেন। তিনি দাবি করেন, সরকার গত ১৫ মাসে রাজস্ব আদায় ১৩ শতাংশ বৃদ্ধি করেছে। বিদ্যুৎ খাতে পুনরুদ্ধার ৯০ শতাংশেরও বেশি রয়ে গেছে। তবে গত ১১ মাসে সার্কুলার ঋণ বেড়েছে ১৮ শতাংশ। গত চার মাসে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি রপ্তানির পরিমাণ ২.৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ