আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণ, ক্রয়–বিক্রয় ও পরিবহণ ব্যবস্থাপনা নিয়ে নাটোরে প্রস্তুতিমুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭মে) দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, এনএসআই উপপরিচালক শাহিনুর সিদ্দিক, চামড়া মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ চামড়া ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা চামড়া সংরক্ষণ,পরিবহণ ও বাজারজাত করনে যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে ঈদুল আজহা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোরবানীর বর্জ যাতে দ্রুত অপসারণ করা হয় সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এ সময় চামড়া ব্যবসায়ীবৃন্দ কাঁচা চামড়া সংরক্ষনের প্রধান উপকরণ লবণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। লবনের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সাহেদুল আলম/ আল/দীপ্ত সংবাদ