শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

হজের তিনটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১২৪৮ হজযাত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি বছরে পবিত্র হজ পালনের জন্য মধ্যরাত থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে যাত্রা করেছেন ১২৪৮ যাত্রী। রবিবার (২১ মে) সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, শনিবার (২০ মে) মধ্যরাত সোয়া ৩টায় ৪১৫ যাত্রী নিয়ে বাংলাদেশে বিমানের বিজি ৩০০১ নম্বরের ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। আর এ পর্যন্ত তিনটি ফ্লাইটে যাত্রা করেছেন ১২৪৮ যাত্রী।

এর আগে মধ্যরাতে বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার জানিয়েছেন, প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানটি। এটি জেদ্দায় পৌঁছায় স্থানীয় সময় রবিবার (২১ মে) সকাল সাড়ে ৭টায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচি২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

একনজরে হজের বিমানযাত্রা

রবিবার (২১ মে) বিমানের ৫টি ডেডিকেটেড হজফ্লাইটের মাধ্যমে ২০৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। মধরাত রাত ৩:২০ সকাল ০৭:০৫ ও ১০:৩০, দুপুর ০২:২০ ও রাত ১০:৫০ মিনিটে ফ্লাইটগুলো ঢাকা থেকে জেদ্দার উদ্দ্যেশে উড্ডয়ন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের সুবিধায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও হজ ফ্লাইট পরিচালনা করবে।

হজ ফ্লাইট সম্পর্কিত তথ্যসমূহ:

মোট হজযাত্রী: ,২২,২২১ জন।

বিমান পরিবহন করবে: ৬১,১১১ জন।

প্রিহজ বিমান ফ্লাইট : ১৬২টি

প্রিহজ ফ্লাইট :

ঢাকাজেদ্দা ডেডিকেটেড ফ্লাইট ৯৩টি (২৫টি সরকারি ব্যালটি ফ্লাই ),

ঢাকামদিনা ডেডিকেটেড ফ্লাইট ৩৩টি, চট্টগ্রামজেদ্দা ডেডিকেটেড ফ্লাইট ১৩টি, চট্টগ্রামমদিনা ডেডিকেটেড ফ্লাইট ৭টি, সিলেটজেদ্দা ডেডিকেটেড ফ্লাইট৫টি, সিলেটমদিনা ডেডিকেটেড ফ্লাই ১টি।

মোট ডেডিকেটেড ফ্লাইট —-১৫২টি নিয়মিত বা শিডিউল ফ্লাইট১০টি। বোয়িং ৭৭৭৩০০ইআর ( যাত্রী ধারণক্ষমতা= ৪১৯), বোয়িং ৭৮৭৯ ড্রিমলাইনার (যাত্রী ধারণক্ষমতা= ২৯৮)

এফএম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More