মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও টেকসই মৎস্য আহরণে সরকারী ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের জলসীমায় আজ থেকে বন্ধ হয়ে গেছে সবধরনের মাছ ধরা।
সরকারী ঘোষণা অনুযায়ী ২০জুলাই পর্যন্ত ৬৫দিন বন্ধ থাকবে সাগরে মাছ ধরা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের বিভিন্ন উপকুলীয় এলাকায় প্রচারণা চালাচ্ছে নৌপুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। সরকারী নিষেধাজ্ঞার পর চট্টগ্রামের বিভিন্ন উপকুলীয় ঘটে এরই মধ্যে ফিরে এসেছে বিভিন্ন মাছ ধরার ট্রলার এবং নৌযান। জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী জানিয়েছেন, নিষেধাজ্ঞার মধ্যে কার্ডধারী জেলেদের জন্য মৎস্য অধিদফতরের পক্ষ থেকে জন প্রতি ৮৬ কেজি চাল দেওয়া হবে।
প্রথম ধাপে দেয়া হবে ৫৬ কেজি করে এবং পরের ধাপে দেওয়া হবে ৩০ কেজি। চট্টগ্রামের নিবন্ধিত জেলে পরিবার রয়েছে ২৭ হাজার ৩টি। নিবন্ধিত সবাইকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে সরকারী এই ত্রাণ সহায়তা নিয়ে জেলেদের মধ্যে রয়েছে নানা ক্ষোভ বিক্ষোভ। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তারা ত্রাণ সহায়তা পাচ্ছেন না।
আল/দীপ্ত সংবাদ