বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার নেপথ্য নায়ক টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সিরিজজুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। সেই সাথে আইসিসির টি-টোয়েন্টির ব্যাটার র্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন তিনি।
বুধবার (১৫ মার্চ) আইসিসির প্রকাশিত আপডেট র্যাংকিং অনুযায়ী, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৬৮ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে রয়েছে এই ব্যাটার। তার এক ধাপ উপরে ১৫তম অবস্থানে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি।
৬১২রেটিং পয়েন্ট বিরাট কোহলির। পয়েন্ট ব্যবধানে কোহলিকে ধরতে বেশি বাকি নেই শান্তর।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন শান্তই। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। তিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।
৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
আল/দীপ্ত