কাতারে বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিলো আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বকাপের পর উদযাপন নিয়ে নানা সময়ে বিতর্কে জড়ালেও এবার ক্যান্সারে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে নিজের গ্লাভস জোড়া নিলামে দেন মার্টিনেজ।
আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন শুক্রবার ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করে জানায়, মার্টিনেজের ফাইনাল ম্যাচের গ্লাভস নিলামে উঠলে ৪৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকায় বিক্রি হয়। এই অর্থের পুরোটা দেয়া হবে আর্জেন্টিনার গারহান হাসপাতালের ক্যান্সার বিভাগে। এটি দেশটির শিশুদের প্রধান হাসপাতাল।
অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক ইংল্যান্ডের বাড়ি থেকে ভিডিও কলের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করেছিলেন। বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস জয়ী’ মার্টিনেজ বলেন, ‘আমাকে তারা যখন বিশ্বকাপের গ্লাভস জোড়া দান করতে বলেছিলেন আমি কোনো দ্বিধা করিনি। যা ওইসব শিশুদের কাজে আসবে।’
ফেব্রুয়ারিতে নিলামের ঘোষণা দেয়ার সময় গ্লাভস জোড়ায় অটোগ্রাফ দিয়ে রেখেছিলেন মার্টিনেজ।
এ প্রসঙ্গে আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রতিদিন হয় না। যে কারণে গ্লাভস জোড়া আমার জন্য বিশেষ। তবে এটি বাড়িতে একটি ফ্রেমে ঝুলিয়ে রাখার চেয়ে শিশুদের জন্য দেয়াটা দারুণ ব্যাপার। যা তাদের কিছুটা হলেও কাজে আসবে।’
এমি/দীপ্ত