এই রমজানে হঠাৎ বেড়ে যাওয়া গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। গরম থেকে স্বস্তি দিতে রাজধানীবাসীর মাঝে সাক্ষাৎ দিলো বৃষ্টি।
সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ৫ মিনিটের জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
এদিন সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর বিকালে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।
৫ মিনিটের এই বৃষ্টিতে রাজধানীবাসীর মনে নেমে আসে প্রশান্তি। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছে তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে জনমনে। গাছের পাতা সজিবতা ফিরে পেয়েছে, রাস্তা ঘাটের ময়লা দূর হয়েছে, এই সময় অনেকে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে দেখা যায়, কাউকে বৃষ্টিতে ভিজে বাসে উঠতে দেখা গেছে। কেউ কেউ ছাতা হাতে সড়ক পারাপার হন।বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। এমন বৃষ্টি নগর জীবনে বয়ে আনে প্রশান্তি।
ইএ