রাজধানীর পল্লবী থেকে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’–এর সদস্য মো. রাব্বি ওরফে ‘কানা রাব্বি’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–৪)। মঙ্গলবার (৪ মার্চ) রাতে পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, পল্লবীসহ আশপাশের এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যার মধ্যে ‘ভইরা দে গ্রুপ’ অন্যতম। এই গ্যাংয়ের ২০–২৫ জন সদস্য চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত। স্থানীয় বাসিন্দারা এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ‘ভইরা দে গ্রুপ’ সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই গ্রুপের সদস্য রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র্যাব আরও জানায়, এই ধরনের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।