প্রখ্যাত চিকিৎসক ও অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ান্স ফর সোশ্যাল সার্ভিসেসের (এএনডিএসএস) উপদেষ্টা অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছেন শুভাগত চৌধুরীর ভাই ও বিশিষ্ট চিকিৎসক ডা. অরূপ রতন চৌধুরী।
এর আগে বেলা ১১টার দিকে শুভাগত চৌধুরীর মরদেহ ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আনা হয়। সেখানে নানা স্তরের মানুষ ও সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করা হয়।
অর্ধযুগেরও বেশি সময় ক্যানসারের সাথে লড়াই করে গত ১৫ জানুয়ারি সকালে চিকিৎসাবিজ্ঞানের সুপরিচিত এই লেখকের মৃত্যু হয়।
ডা. শুভাগত চৌধুরী ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন এবং দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি জীবনে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।
চিকিৎসা বিষয়ে গবেষণার জন্য তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে যান। এছাড়াও ইংল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও পশ্চিম আফ্রিকা সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন করেন।
তার গবেষণার বিষয় ছিল প্রাণ রসায়ন, পুষ্টি ও চিকিৎসা শিক্ষা পদ্ধতি। তিনি নিউইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য ছিলেন। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে দেশি–বিদেশি গবেষণা সাময়িকীতে শুভাগত চৌধুরীর ৫০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা–শিক্ষাপদ্ধতি ছিল তার গবেষণার বিষয়। তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন শেরেবাংলা জাতীয় পুরস্কার।
আল